প্রি-টেস্ট

১) গর্ভধারনের আগে সঠিক সেবা ভবিষ্যতে ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায়।
সত্য
মিথ্যা
২) প্রত্যেক বিবাহিত নারীর গর্ভধারণের পূর্বে টিকা নেয়া উচিত।
সত্য
মিথ্যা
৩) গর্ভধারণের পূর্বেই প্রত্যেক মহিলার রক্তের গ্রুপ জেনে নেয়া প্রয়োজন।
সত্য
মিথ্যা
৪) যাদের ওজনাধিক্য ও বংশে ডায়াবেটিস আছে, তাদের ডায়াবেটিস হবার ঝুঁকি বেশি।
সত্য
মিথ্যা
৫) অনিয়ন্ত্রিত গর্ভকালীন ডায়াবেটিস মা ও শিশুর নানান জটিলতা সৃষ্টি করতে পারে।
সত্য
মিথ্যা
৬) অতিরিক্ত খাদ্যাভাস, কম শারীরিক পরিশ্রম ও অতিরিক্ত ধূমপান- ওজনাধিক্য ও স্থুলতার অন্যতম কারণ।
সত্য
মিথ্যা
৭) রক্তস্বল্পতার কারণে গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী জটিলতা বৃদ্ধি পায়।
সত্য
মিথ্যা
৮) উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক, হৃদরোগ,স্নায়ুরোগ ও কিডনির সমস্যা দেখা দিতে পারে।
সত্য
মিথ্যা
৯) গর্ভকালীন উচ্চ রক্তচাপসহ খিচুনি হওয়াকে এক্লাম্পশিয়া বলে।
সত্য
মিথ্যা
১০) গর্ভকালীন মূত্রনালির সংক্রমণের সঠিক চিকিৎসা না করালে কম ওজনের শিশুর জন্ম ও অকালে সন্তান প্রসবের ঝুঁকি বাড়ে।
সত্য
মিথ্যা

ব্যক্তিগত তথ্য

পুরুষ মহিলা
< পূর্ববর্তী

শিক্ষাগত তথ্য

হ্যা না
Preconception Care
Diabetes
Endocrinology
HTN
Gynae & Obs
Child Care
Research
Other
No
< পূর্ববর্তী

পেশাগত তথ্য

< পূর্ববর্তী